Dhaka 6:53 am, Monday, 17 November 2025

আরো দুটি পরিবার ধ্বংসের মুখে বাল্যবিবাহের কারনে

ঘটনার মূত্রপাত মৃত বাচ্চা প্রসবের পর থেকেই । মেয়ে পক্ষের অভিযোগ অমানবিক নির্যাতন আর যৌতুকের কারণেই প্রতিনিয়ত মারধর করে জেমি নামে ( ১৪ বছর ) বয়সি এই তরুণিকে ( জেমি মামুনের স্ত্রী ) বছর খানেক আগে কিছু বিচ্ছিন্ন ঘটনার পর দুই পরিবারের সিন্ধান্তেই বিবাহ্ বন্ধনে আবন্ধ হয় মামুন ও জেমি। বিয়ের কিছু দিন পর থেকেই শুরু হয় দম্পতির জীবনে কোলাহল তবে এই কোলাহলের কারনে এক দিকে যেমন যৌতুক আপর দিকে বয়সের দোষ। বর্তমান মামুন ও জেমির বিয়ের বয়স প্রায় এক বছর তিন মাস, এই ৪৪৬ দিনের মধ্যে দফায় দফায় নির্যাতন হয়েছে জেমির উপরে এমন অভিযোগ মেয়ে পক্ষের।

তবে ছেলে পক্ষ বলছে ঘটনা আকাশ জমিন তফাত , জেমিকে কোন রকম নির্যাতন করেননি ছেলে কিংবা ছেলে পরিবার । ছেলে মা ( মিনু বেগম ) বলছেন বিয়ের পর থেকেই নিজের মেয়ের মত করে আগলে রাখেতেন জেমিকে , বউ ও ছেলের মাঝে মাঝে ঝগড়া ঝাটি হলেও সেটি যেন না হয় তার জন্য জেমিকে বার বার বোঝায় বলেও বলছেন মিনু বেগম ( ছেলের মা )।  অনুসন্ধানী সংবাদের প্রতিবেদক যৌতুক বিষয়ে জানতে চাইলে ছেলে পক্ষ থেকে বলেন: আমাদের বিয়ের আগেও কোন দাবি-দাবা ছিলো না এখন নাই । যদি কোন যৌতুক প্রয়োজন হত তা হলে আমরা বিয়ের সময়ে বলতাম। তবে মেয়ে পক্ষ থেকে করা সব অভিযোগ অস্বীকার করেন ছেলে পক্ষ ।

এরই মধ্যে গঙ্গাচড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন জেমি আক্তার মিম ।

যদি ছেলের পক্ষ থেকে তাকে নিতে না আশে তা হলে আর ওই সংসারে যাবেন না বলেও বলেছেন জেমি আক্তার মিম। আপর দিকে ছেলে বলছেন জেমি যদি তার বাবা-মা সাথে কোন যোগাযোগ না রাখে তবেই পুনরাই জেমিকে নিয়ে আবার নতুন করে সংসার শূরু করবে মামুন

 

Popular Post

আরো দুটি পরিবার ধ্বংসের মুখে বাল্যবিবাহের কারনে

Update Time : 01:49:22 pm, Tuesday, 22 October 2024

ঘটনার মূত্রপাত মৃত বাচ্চা প্রসবের পর থেকেই । মেয়ে পক্ষের অভিযোগ অমানবিক নির্যাতন আর যৌতুকের কারণেই প্রতিনিয়ত মারধর করে জেমি নামে ( ১৪ বছর ) বয়সি এই তরুণিকে ( জেমি মামুনের স্ত্রী ) বছর খানেক আগে কিছু বিচ্ছিন্ন ঘটনার পর দুই পরিবারের সিন্ধান্তেই বিবাহ্ বন্ধনে আবন্ধ হয় মামুন ও জেমি। বিয়ের কিছু দিন পর থেকেই শুরু হয় দম্পতির জীবনে কোলাহল তবে এই কোলাহলের কারনে এক দিকে যেমন যৌতুক আপর দিকে বয়সের দোষ। বর্তমান মামুন ও জেমির বিয়ের বয়স প্রায় এক বছর তিন মাস, এই ৪৪৬ দিনের মধ্যে দফায় দফায় নির্যাতন হয়েছে জেমির উপরে এমন অভিযোগ মেয়ে পক্ষের।

তবে ছেলে পক্ষ বলছে ঘটনা আকাশ জমিন তফাত , জেমিকে কোন রকম নির্যাতন করেননি ছেলে কিংবা ছেলে পরিবার । ছেলে মা ( মিনু বেগম ) বলছেন বিয়ের পর থেকেই নিজের মেয়ের মত করে আগলে রাখেতেন জেমিকে , বউ ও ছেলের মাঝে মাঝে ঝগড়া ঝাটি হলেও সেটি যেন না হয় তার জন্য জেমিকে বার বার বোঝায় বলেও বলছেন মিনু বেগম ( ছেলের মা )।  অনুসন্ধানী সংবাদের প্রতিবেদক যৌতুক বিষয়ে জানতে চাইলে ছেলে পক্ষ থেকে বলেন: আমাদের বিয়ের আগেও কোন দাবি-দাবা ছিলো না এখন নাই । যদি কোন যৌতুক প্রয়োজন হত তা হলে আমরা বিয়ের সময়ে বলতাম। তবে মেয়ে পক্ষ থেকে করা সব অভিযোগ অস্বীকার করেন ছেলে পক্ষ ।

এরই মধ্যে গঙ্গাচড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন জেমি আক্তার মিম ।

যদি ছেলের পক্ষ থেকে তাকে নিতে না আশে তা হলে আর ওই সংসারে যাবেন না বলেও বলেছেন জেমি আক্তার মিম। আপর দিকে ছেলে বলছেন জেমি যদি তার বাবা-মা সাথে কোন যোগাযোগ না রাখে তবেই পুনরাই জেমিকে নিয়ে আবার নতুন করে সংসার শূরু করবে মামুন