Dhaka 6:09 am, Monday, 17 November 2025

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এডুকেশন ফাউন্ডেশনের নতুন নেতৃত্ব ঘোষণা: প্রেসিডেন্ট ইমতিয়াজ আজিজ, সেক্রেটারি সালিউর রহমান

মানবাধিকার, শিক্ষা ও সমাজসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও আন্তর্জাতিক পরিসরে বিস্তৃত করার লক্ষ্য নিয়ে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এডুকেশন ফাউন্ডেশন (আইএইচআরইএফ)-এর নতুন কমিটি গঠিত হয়েছে। এতে মোঃ ইমতিয়াজ আজিজ প্রেসিডেন্ট এবং মোহাম্মদ সালিউর রহমানকে সেক্রেটারি হিসেবে নির্বাচিত করা হয়েছে।

 

সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন নেতৃত্ব ঘোষণার বিষয়টি জানানো হয়। নবগঠিত এই কমিটি ফাউন্ডেশনের উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

 

নতুন প্রেসিডেন্ট মোঃ ইমতিয়াজ আজিজ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “মানবাধিকার রক্ষা ও মানবিক শিক্ষা প্রসারে কাজ করাই আমাদের মূল অঙ্গীকার। আমরা সমাজে সচেতনতা সৃষ্টি ও ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে অবদান রাখতে চাই।”

 

সেক্রেটারি মোহাম্মদ সালিউর রহমান জানান, “যুবসমাজকে মানবাধিকার চেতনায় উদ্বুদ্ধ করে শিক্ষা, প্রশিক্ষণ ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে একটি ন্যায়নিষ্ঠ সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

 

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এডুকেশন ফাউন্ডেশন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার শিক্ষা, আইনি সহায়তা এবং বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটির কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

Tag :
Popular Post

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এডুকেশন ফাউন্ডেশনের নতুন নেতৃত্ব ঘোষণা: প্রেসিডেন্ট ইমতিয়াজ আজিজ, সেক্রেটারি সালিউর রহমান

Update Time : 03:12:01 pm, Thursday, 16 October 2025

মানবাধিকার, শিক্ষা ও সমাজসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও আন্তর্জাতিক পরিসরে বিস্তৃত করার লক্ষ্য নিয়ে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এডুকেশন ফাউন্ডেশন (আইএইচআরইএফ)-এর নতুন কমিটি গঠিত হয়েছে। এতে মোঃ ইমতিয়াজ আজিজ প্রেসিডেন্ট এবং মোহাম্মদ সালিউর রহমানকে সেক্রেটারি হিসেবে নির্বাচিত করা হয়েছে।

 

সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন নেতৃত্ব ঘোষণার বিষয়টি জানানো হয়। নবগঠিত এই কমিটি ফাউন্ডেশনের উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

 

নতুন প্রেসিডেন্ট মোঃ ইমতিয়াজ আজিজ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “মানবাধিকার রক্ষা ও মানবিক শিক্ষা প্রসারে কাজ করাই আমাদের মূল অঙ্গীকার। আমরা সমাজে সচেতনতা সৃষ্টি ও ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে অবদান রাখতে চাই।”

 

সেক্রেটারি মোহাম্মদ সালিউর রহমান জানান, “যুবসমাজকে মানবাধিকার চেতনায় উদ্বুদ্ধ করে শিক্ষা, প্রশিক্ষণ ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে একটি ন্যায়নিষ্ঠ সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

 

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এডুকেশন ফাউন্ডেশন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার শিক্ষা, আইনি সহায়তা এবং বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটির কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।