
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত শ্রমিক সংগঠন রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং রাজ-৮১৮) এর আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনের লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন ও আলোচনার মাধ্যমে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ই জুন বুধবার সন্ধ্যায় রংপুর নগরীর সিটি পার্ক মার্কেট সংলগ্ন রংপুর উচ্চ বিদ্যালয় কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় আঞ্চলিক শ্রম দপ্তর, রংপুর অফিসের সহকারী পরিচালক মোঃ আব্দুল লতিফ সরকার, শ্রম কল্যাণ সংগঠক মোঃ আব্দুল খালেক, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ ছাবদার আলী, মোঃ নুরুজ্জামান মিয়া ও অফিস সহকারী মোঃ শাহজাহান সিরাজী সহ সাধারণ শ্রমিকদের উপস্থিতে সকলের সমর্থমক্রমে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার মোঃ সামসুল হক, সহকারী নির্বাচন কমিশনার মাসুম হোসেন ফাওলা, মঞ্জু মিয়া, বাবুল মিয়া ও আমিনুর ইসলাম।
ইউনিয়নের মোঃ সবারত আলীর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন আঞ্চলিক শ্রম দপ্তর, রংপুর অফিসের সহকারী পরিচালক মোঃ আব্দুল লতিফ সরকার।
সাধারণ সভায় গঠনকৃত নির্বাচন পরিচালনা কমিটি তাদের দায়িত্বভার গ্রহণ করে রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন পরিচালনা করবেন।
অনুসন্ধানী সংবাদ ডেস্ক নিউজ 












