
রংপুরের গঙ্গাচড়া উপজেলার উত্তর খলেয়া দোন্দড়া এলাকায় হতদরিদ্র নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার সংহার প্রাথমিক কার্যালয়ে অনুষ্ঠিত হয় “হতদরিদ্র মহিলাদের উন্নয়ন ছাগল পালন প্রকল্প”-এর উপকারভোগীদের প্রশিক্ষণ ও ছাগল বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবতাবুজ্জামান। সভাপতিত্ব করেন মোঃ জহুরুল হক বুলবুল, চেয়ারম্যান, গ্রাসরুট কো-অপারেশন।
প্রকল্পের আওতায় ১০টি দরিদ্র পরিবারের প্রত্যেককে ২টি করে ছাগল প্রদান করা হয়। ছাগল পেয়ে উপকারভোগী নারীরা আনন্দ প্রকাশ করেন এবং জানান, এই সহায়তা তাদের সংসারে অর্থনৈতিক উন্নয়ন ও আত্মনির্ভরশীল হতে সহায়ক হবে।
প্রকল্পটি বাস্তবায়ন করছে গ্রাসরুট কো-অপারেশন, আর সহযোগিতায় রয়েছে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশিক্ষণপ্রাপ্ত উপকারভোগী নারী ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শফিউল মন্ডল 











