Dhaka 6:59 am, Monday, 17 November 2025

গাইবান্ধায় আ.লীগ সমর্থক ইউপি সদস্যের লাশ উদ্ধার

গাইবান্ধা সদর উপজেলার এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৪ অক্টোবর) সকালে উপজেলার দাঁড়িয়াপুর-ধর্মপুর কৈমারা ব্রিজের পাশ থেকে আহতাবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে মৃত্যু হলে লাশ বাড়িতে নেয় স্বজনেরা। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ইউপি সদস্যের নাম মোস্তাক আহম্মেদ। তিনি খোলাহাটি ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগের সমর্থক ছিলেন।
স্থানীয়রা জানায়, মোস্তাক আহম্মেদ গতকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) ব্যক্তিগত কাজ শেষ করে গভীর রাতে মোটরসাইকেল করে তাঁর এক সহযোগীকে নিয়ে কাবিলের বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যেই দাঁড়িয়াপুর কৈমারা ব্রিজের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর মাথাসহ বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে তাঁর সঙ্গে থাকা জনৈক ব্যক্তিসহ তিনি আহত হয়ে কৈমারা ব্রিজের পাশে পড়ে থাকেন।

মোঃ সাজু মিয়া নামের এক ব্যক্তি তাঁদের দুজনকে উদ্ধার করে গাইবান্ধা হাসপাতালে ভর্তি করেন। এই সময় ঘটনাস্থলের পাশেই তাঁর মোটরসাইকেল রাখা ছিল।
হাসপাতালের দায়িত্বরত এক চিকিৎসক জানায়, মোস্তাক মেম্বারকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল।
নিহতের বাবা মোঃ সিরাজুল ইসলাম বলেন, তাঁর ছেলে মোস্তাককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
গাইবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন আজ (শুক্রবার) বিকেলে বলেন, মোস্তাক আহম্মেদের স্ত্রী মোছাঃ মিনারা বেগম তাঁর স্বামীর মৃত্যুর সঠিক কারণ জানতে থানায় অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বাড়ি থেকে মোস্তাক আহম্মেদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag :
Popular Post

গাইবান্ধায় আ.লীগ সমর্থক ইউপি সদস্যের লাশ উদ্ধার

Update Time : 09:02:55 pm, Friday, 4 October 2024
গাইবান্ধা সদর উপজেলার এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৪ অক্টোবর) সকালে উপজেলার দাঁড়িয়াপুর-ধর্মপুর কৈমারা ব্রিজের পাশ থেকে আহতাবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে মৃত্যু হলে লাশ বাড়িতে নেয় স্বজনেরা। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ইউপি সদস্যের নাম মোস্তাক আহম্মেদ। তিনি খোলাহাটি ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগের সমর্থক ছিলেন।
স্থানীয়রা জানায়, মোস্তাক আহম্মেদ গতকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) ব্যক্তিগত কাজ শেষ করে গভীর রাতে মোটরসাইকেল করে তাঁর এক সহযোগীকে নিয়ে কাবিলের বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যেই দাঁড়িয়াপুর কৈমারা ব্রিজের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর মাথাসহ বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে তাঁর সঙ্গে থাকা জনৈক ব্যক্তিসহ তিনি আহত হয়ে কৈমারা ব্রিজের পাশে পড়ে থাকেন।

মোঃ সাজু মিয়া নামের এক ব্যক্তি তাঁদের দুজনকে উদ্ধার করে গাইবান্ধা হাসপাতালে ভর্তি করেন। এই সময় ঘটনাস্থলের পাশেই তাঁর মোটরসাইকেল রাখা ছিল।
হাসপাতালের দায়িত্বরত এক চিকিৎসক জানায়, মোস্তাক মেম্বারকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল।
নিহতের বাবা মোঃ সিরাজুল ইসলাম বলেন, তাঁর ছেলে মোস্তাককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
গাইবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন আজ (শুক্রবার) বিকেলে বলেন, মোস্তাক আহম্মেদের স্ত্রী মোছাঃ মিনারা বেগম তাঁর স্বামীর মৃত্যুর সঠিক কারণ জানতে থানায় অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বাড়ি থেকে মোস্তাক আহম্মেদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।