
ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার ১ নং ভায়না ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আঞ্চলিক অফিস শুভ উদ্বোধন করা হয়। ৫ ই নভেম্বর মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় ভায়না ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিজানুর রহমানের সঞ্চালাচনায়, ইউনিয়ন যুবদলের আহবায়ক আসমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউনিয়ন যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হরিনাকুণ্ডু উপজেলা শাখার বিপ্লবী আহবায়ক আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুকুল হোসেন, যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা রিপন,যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, হরিনাকুণ্ডু পৌর যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ভায়না ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম লিটু, যুগ্ম আহবায়ক ওবায়দুর রহমান মান্ডুসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সামাদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সব সময় রাজপথে ছিল এবং থাকবে । বিগত ছাত্র-জনতার আন্দোলনের ছাত্রদের পাশে শুরু থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ছিল । এবং ৫ ই আগস্ট ফ্যাসিস্ট সরকার হাসিনা পলায়নের মধ্য দিয়া বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়। আপনারা জানেন দীর্ঘ ১৬ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশের গণতান্ত্রিক মনা সকল রাজনৈতিক দলকে কিভাবে ঐ ফ্যাসিবাদ সরকার দমন পিরণ করেছে একের পর এক মিথ্যা ও হয়রানি মামলা দিয়েছে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে এখন আমাদের গায়ে সুবাতাস বইছে এই সুবাতাসের ঘ্রাণ আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে জয়ী করে অব্যাহত রাখতে হবে। আপনারা এখন থেকেই সাধারণ ভোটারদের পাশে দাঁড়াবেন এবং ভোটারদের কাছে এই ১৬ বছরের জুলুম নির্যাতনের কথা তুলে ধরবেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মুকুল হোসেন, নাজমুল হুদা রিপন, আখতারুজ্জামান সহ স্থানীয় যুবদলের নেতৃবৃন্দ।
জহির রায়হান কনক, (হরিণাকুন্ডু) ঝিনাইদহ প্রতিনিধি 












