
ঝিনাইদহের জেলার হরিণাকুন্ডুতে সহকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হরিণাকুন্ডু উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী বৈষম্যবিরোধী অন্তবর্তীকালীন সরকার প্রধান মাননীয় উপদেষ্টার সদয় অনুগ্রহ কামনা করে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেন।
বৃহস্পতিবার ৩ অক্টোবর বেলা চারটার সময় উপজেলা দোয়েল চত্বরে এই মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপজেলার কুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ গোলাম হাসমতের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফয়েজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবীব ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আব্দুল মজিদ,সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম।
পরবর্তীতে হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেনের নিকট স্বারকলিপি প্রদান করেন।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক শামসুল আলম,শাহিনুর রহমান, দরিবীন্নী সপ্রাবি’র সহ: শিক্ষক ফারুক হোসেন , সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা ।
জহির রায়হান (কনক) হরিণাকুন্ডু (ঝিনাইদহ)প্রতিনিধি 












