
রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (৫ নভেম্বর) বিকেলে ইউনিয়নের সেন্টারের হাট এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী ও বিভিন্ন অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রংপুর সদর উপজেলা আহ্বায়ক শাহাদাৎ হোসেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান প্রামাণিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমিনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (সাহেব), যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন সরকার ও সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মমিনপুর ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল মিয়া এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব সুজন মিয়া।
উদ্বোধক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রাকিবুল ইসলাম (রাকিব)।
এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ওয়ার্ড ইউনিটের আহ্বায়ক ও সদস্যরা এবং অন্যান্য অঙ্গসংগঠনের প্রতিনিধি।
সার্বিক সহযোগিতায় ছিলেন মমিনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা।
সম্মেলনে প্রধান অতিথি শাহাদাৎ হোসেন তার বক্তব্যে বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের মূল দল, তারা আমাদের অভিভাবক। তাদের সম্মান করেই রাজনীতি করতে হবে। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দল অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা সবাই আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
উদ্বোধক অতিথি রাকিবুল ইসলাম বলেন,আমরা বিএনপির অঙ্গ সংগঠন, দলের বাইরে রাজনীতি নয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের নির্ধারিত প্রার্থীর পক্ষে আমরা একযোগে কাজ করে যাবো।
প্রধান বক্তা মতিউর রহমান প্রামাণিক তার বক্তব্যে বলেন,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের বৃহত্তম রাজনৈতিক শক্তি।জামায়াতের উদ্দেশ্যে তিনি বলেন, সমালোচনা নয়, গঠনমূলক আলোচনা করুণ। অতীতেও জামায়াতসহ বিভিন্ন দলের নেতারা বিএনপির ব্যানারে নির্বাচনে অংশ নিয়েছেন। ভবিষ্যতেও তারেক রহমানের নির্দেশে বিএনপি ও সকল অঙ্গসংগঠন ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবে। দল যাকে মনোনয়ন দেবে, আমরা ধানের শীষের বিজয়ের জন্য কাজ করবো।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট প্রেস রিলিজের মাধ্যমে মমিনপুর ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল।
তবে এদিনের সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।
শফিউল মন্ডল 











