
রংপুর সদর উপজেলার ১নং মমিনপুর ইউনিয়নের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তিনি প্রথম কার্যদিবস শুরু করেন।
গত সোমবার (৬ অক্টোবর) রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল স্বাক্ষরিত অফিস আদেশে তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
চেয়ারম্যানকে সরিয়ে প্রশাসক নিয়োগ অফিস আদেশ অনুযায়ী, মমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজুল ইসলাম মিনহাজ-কে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে মো: ফরহাদ হোসেন-কে প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
এ নিয়োগ স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯–এর ৩৩, ১০১ ও ১০২ ধারার ভিত্তিতে এবং স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ১৯ আগস্ট ২০২৪ তারিখে জারিকৃত পরিপত্র অনুযায়ী প্রদান করা হয়েছে।
নতুন প্রশাসককে ইউনিয়ন পরিষদের সকল আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়েছে।
দায়িত্ব গ্রহণে সময় জনপ্রতিনিধি ও কর্মকর্তা পরিষদের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ, স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আহসান হাবিব দুলাল বলেন, “সরকারের এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। জনগণের প্রতিনিধি হিসেবে আমরা চাই, প্রশাসক জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন।”
জনগণের সেবায় ২৪ ঘণ্টা কাজের অঙ্গীকার বিষয়ে নতুন প্রশাসক মো. ফরহাদ হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,“আমি একজন পাবলিক সার্ভেন্ট। জনগণের সেবায় দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করব। ইউনিয়নের সদস্য ও জনগণকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “ইউনিয়নের কিছু সমস্যার কথা শুনেছি। সেগুলো পর্যায়ক্রমে উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে সমাধানের চেষ্টা করবো।”
অনুসন্ধানী সংবাদ ডেস্ক নিউজ 












