Dhaka 7:06 am, Monday, 17 November 2025

রংপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

বিভাগীয় নগরী রংপুরে নানান বর্ণাঢ্য আয়োজনে মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস।
রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বোচ্চ নিরাপত্তা ও সার্বক্ষণিক তদারকি ব্যবস্থায় ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এ ছাড়াও দিবসটি উপলক্ষে গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনার পাশাপাশি শহরের প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহে আলোকসজ্জা করা হয়েছে। শিশুদের চিত্রাঙ্গন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া অনুষ্ঠান, শহরের সিনেমা হল ও উন্মুক্ত স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত এবং হাসপাতাল, কারাগার, বৃদ্ধাশ্রম, এতিমখানা, শিশুপরিবারসহ ভবঘুরে প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন কর্মসূচি ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শহরজুড়ে  সাটানো ফেস্টুনে তুলে ধরা হয়েছে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত আলোকচিত্র।
সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতা যুদ্ধে মহান শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। মেট্রোপলিটন পুলিশের একটি সুসজ্জিত দল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদর্শন করে।
শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযোদ্ধা সংসদ, রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলামের নেতৃত্বে বিভাগীয় প্রশাসন, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ প্রশাসন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীর নেতৃত্বে মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসক রবিউল ফয়সাল এবং পুলিশ সুপার শরীফ আহমেদের নেতৃত্বে জেলা ও পুলিশ প্রশাসন।  এর পরপরই জেলার সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে।
এদিকে মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রাতে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় করে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ সাধারণ মানুষজন।
রোববার (১৫ ডিসেম্বর) ১২টা ১ মিনিটে শহীদ মিনারে রংপুর সিটি কর্পোরেশন এর সাবেক মেয়র ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে পুষ্পমালা অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছেন, জাতীয় পার্টির রংপুর মহানগর, জেলা ও অঙ্গ সংগঠনরা। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমালা অর্পন করেন, সাংবাদিক সংগঠন রংপুর প্রেসক্লাব, রির্পোটার্স ক্লাব, সাংবাদিক ইউনিয়ন রংপুর, শ্রমিক সংগঠন রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন,  রংপুর দর্জি মালিক সমিতি। রাজনৈতিক সংগঠন- গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাসদ, বাসস জাকের পার্টির অঙ্গসংগঠনে সহ  বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ও মুক্তিযুদ্ধের চেতনা মানুষজন।
Popular Post

রংপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

Update Time : 07:07:19 pm, Monday, 16 December 2024
বিভাগীয় নগরী রংপুরে নানান বর্ণাঢ্য আয়োজনে মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস।
রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বোচ্চ নিরাপত্তা ও সার্বক্ষণিক তদারকি ব্যবস্থায় ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এ ছাড়াও দিবসটি উপলক্ষে গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনার পাশাপাশি শহরের প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহে আলোকসজ্জা করা হয়েছে। শিশুদের চিত্রাঙ্গন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া অনুষ্ঠান, শহরের সিনেমা হল ও উন্মুক্ত স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত এবং হাসপাতাল, কারাগার, বৃদ্ধাশ্রম, এতিমখানা, শিশুপরিবারসহ ভবঘুরে প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন কর্মসূচি ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শহরজুড়ে  সাটানো ফেস্টুনে তুলে ধরা হয়েছে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত আলোকচিত্র।
সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতা যুদ্ধে মহান শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। মেট্রোপলিটন পুলিশের একটি সুসজ্জিত দল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদর্শন করে।
শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযোদ্ধা সংসদ, রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলামের নেতৃত্বে বিভাগীয় প্রশাসন, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ প্রশাসন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীর নেতৃত্বে মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসক রবিউল ফয়সাল এবং পুলিশ সুপার শরীফ আহমেদের নেতৃত্বে জেলা ও পুলিশ প্রশাসন।  এর পরপরই জেলার সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে।
এদিকে মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রাতে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় করে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ সাধারণ মানুষজন।
রোববার (১৫ ডিসেম্বর) ১২টা ১ মিনিটে শহীদ মিনারে রংপুর সিটি কর্পোরেশন এর সাবেক মেয়র ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে পুষ্পমালা অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছেন, জাতীয় পার্টির রংপুর মহানগর, জেলা ও অঙ্গ সংগঠনরা। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমালা অর্পন করেন, সাংবাদিক সংগঠন রংপুর প্রেসক্লাব, রির্পোটার্স ক্লাব, সাংবাদিক ইউনিয়ন রংপুর, শ্রমিক সংগঠন রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন,  রংপুর দর্জি মালিক সমিতি। রাজনৈতিক সংগঠন- গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাসদ, বাসস জাকের পার্টির অঙ্গসংগঠনে সহ  বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ও মুক্তিযুদ্ধের চেতনা মানুষজন।