
শফিউল মন্ডল, (রংপুর)প্রতিনিধি:রংপুর সদর উপজেলার পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আজ শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫’। এতে উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫৯১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষার সার্বিক তত্ত্বাবধান করেন কিশোরকণ্ঠ রংপুর সদর উপজেলার পরিচালক মো. তাহমিদুল ইসলাম। তিনি বলেন, “সারাদেশে একযোগে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় রংপুর সদরে আজ সফলভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।”
এ সময় উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ রংপুর সদর উপজেলার সহকারী পরিচালক রাব্বি হাসান। তিনি জানান, জেলা পর্যায়ে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীকে একটি ল্যাপটপ পুরস্কার দেওয়া হবে। এছাড়া ৮০ থেকে ৯০ নম্বর প্রাপ্তরা সাধারণ বৃত্তি এবং ৯০ থেকে ১০০ নম্বর প্রাপ্তরা মেধাবৃত্তি অর্জন করবে।
পরীক্ষা পরিচালনায় দায়িত্ব পালন করেন সদর উপজেলার বিভিন্ন বেসরকারি স্কুলের ২৫ জন শিক্ষক-শিক্ষিকা।
পরীক্ষার সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মো. আশরাফদ্দৌলাহ (লিপ্টন), প্রতিষ্ঠাতা পরিচালক রংপুর একাডেমী।
পরীক্ষায় অংশ নেওয়া মাস্টার ফাউন্ডেশন স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. সাকিব আল মামুন বলেন, “পরীক্ষা ভালো হয়েছে, প্রশ্নগুলো সহজ ছিল। ইনশা আল্লাহ মেধাবৃত্তি তালিকায় আমার নাম থাকবে বলে আশা করছি।”
পরীক্ষাকেন্দ্রে অভিভাবকদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। অভিভাবক মোছাঃ নাজমা খাতুন বলেন, “এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহ বাড়বে এবং প্রতিযোগিতার মাধ্যমে তাদের মেধার বিকাশ ঘটবে।”
পরীক্ষাকেন্দ্রে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে রংপুর কোতয়ালী থানা পুলিশ। হরিদেবপুর বিট ইনচার্জ শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা পুরো সময় টহল দায়িত্বে ছিলেন, যাতে পরীক্ষার পরিবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল থাকে।
‘কিশোরকণ্ঠ পড়বো, জীবনটাকে গড়বো’— এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, রংপুর সদর শাখা।
আয়োজকরা জানিয়েছেন, পরীক্ষার ফলাফল শিগগিরই প্রকাশ করা হবে।
Reporter Name 
















