
রংপুরে রেজিস্ট্রেশন, রুট পারমিট ও সড়কে চলাচল এর দাবীতে মানববন্ধন করেছে সিএনজি শ্রমিক ও মালিকরা।
বৃহস্পতিবার (২২মে) বেলা ১১ টায় বাংলাদেশ ব্যাংক মোড়স্থ সিএনজি স্ট্যান্ডের সামনে মানববন্ধনে অংশ নেন সিএনজি চালক ও মালিক। অংশ নেন তাদের পরিবারের সদস্যরাও।
এসময় বক্তারা বলেন, কষ্টের টাকায় ও কিস্তিতে লক্ষ লক্ষ দিয়ে সিএনজি কিনে সেটা হলো নাকি অবৈধ। আমাদের নাকি রোডে চলাচল করার কোন অনুমতি নাই, এটাই কি আমাদের বাংলাদেশ। সিএনজি কিনে আমাদের গলায় কাঁটা হয়ে গেছে। আমরা পরিবার পরিজন নিয়ে না খেয়ে জীবন যাপন করছি। ছেলে মেয়েদের স্কুলের বেতন দিতে পারছি না। খাতা কলম কিনতে পারছি না। আমাদের একমাত্র আয়ের পথ এই সিএনজি। সারা বাংলাদেশের সাতটি বিভাগেই বিআরটিএ এর মাধ্যমে সরকার কর্তৃক লাইসেন্স দেওয়া হলেও রংপুরে কিছু আমলাতন্ত্রের কারণে রংপুরের বিআরটিএ ও মেট্রোপলিটন সিএনজির লাইসেন্স, রেজিস্ট্রেশন, রুট পারমিট এর কোন রকম পদক্ষেপ নেয়নি। আমরা হারাম ইনকাম করতে চাই না, আমরা বৈধভাবে হালাল ইনকাম করতে চাই, আমরা সরকারকে ট্যাক্স ও ভ্যাট দিয়ে যেমনি গাড়ি ক্রয় করেছি তেমনি আমরা সরকারি ভ্যাট, ট্যাক্স দিয়ে বৈধভাবে চালাতে চাই।
বক্তারা আরও বলেন, তারা অবিলম্বে সড়কে চলাচলে হয়রানি বন্ধ এবং রেজিষ্ট্রেশনের আওতায় আনার দাবি জানান। নাহলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দেন তারা।
অনুসন্ধানী সংবাদ ডেস্ক নিউজ 












