Dhaka 6:26 am, Monday, 17 November 2025

রংপুর সিটি করপোরেশনের কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;

রংপুর সিটি করপোরেশনের সাংগঠনিক কাঠামো অনুমোদনসহ সকল অস্থায়ী কর্মচারীদের আত্তীকরণ করে স্থায়ীভাবে নিয়োগের দাবীতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন সমাবেশ করা হয়েছে ।

শনিবার দুপুরে রংপুর সিটি করপোরেশন প্রাঙ্গনে সংবাদ সম্মেলনে রংপুর সিটি করপোরশন কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বেলাল হোসেন বলেন, ২০১২ সালে রংপুর সিটি করপোরশন প্রতিষ্ঠা হয়েছে। ২০৫ দশমিক ৭০ বর্গ কিলোমিটার আয়তনের দেশের বৃহত্তম নগরীর মধ্যে একটি রংপুর সিটি করপোরশন । এ নগরীতে প্রায় ১০ লাখ মানুষ বসবাস করে। সিটি করপোরশন প্রতিষ্ঠার পর ৫০৭টি পদ সৃজনের জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। অনুমোদন প্রক্রিয়ায় জটিলতার কারণে ১২ বছরেও সাংগঠনিক কাঠামো অনুমোদন দেওয়া হয়নি। সাবেক পৌরসভার স্থয়ী জনবলসহ অস্থায়ী ৬৪০ জন কর্মচারী সিটি করপোরশনের ১৮টি শাখায় কাজ করে যাচ্ছেন। এছাড়া রংপুরের পরে প্রতিষ্ঠিত অন্য সিটি করপোরশনের সাংগঠনিক কাঠামো অনুমোদনসহ জনবল নিয়োগ করা হয়েছে।

তিনি আরও জানান, সংবিধানের ১৫ নং অনুচ্ছেদে নাগরিকদের যুক্তিসংগত মজুরির বিনিময়ে কর্মসংস্তানের নিশ্চয়তার বিষয়টি রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হিসেবে বলা হয়েছে। অথচ রংপুর সিটি করপোরশনের অস্থাায়ী কর্মচারীদের সাড়ে তিনশত থেকে সাড়ে চারশত টাকা মজুরী দেওয়া হচ্ছে। সেই সাথে সরকারী গেজেটেড ছুটির দিন, শুক্রবার, শনিবার বন্ধের দিনে বেতন থেকে বঞ্চিত হচ্ছেন কর্মচারীরা। এতে করে মানবিক, সামাজিক ও অর্থিৈতক মর্যাদা দিয়ে জীবন- যাপন করা কঠিন হয়ে পড়েছে। এ সময় বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সাংগঠনিক কাঠামো অনুমোদনে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দৃষ্টি আকর্ষন করা হয়। সংবাদ সম্মেলন শেষে কর্মচারীরা সিটি করপোরেশনের প্রধান ফটকের সামনে মানববন্ধন সমাবেশ কর্মসূচী পালন করে।

Popular Post

রংপুর সিটি করপোরেশনের কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন

Update Time : 03:55:31 pm, Saturday, 9 November 2024

রংপুর সিটি করপোরেশনের সাংগঠনিক কাঠামো অনুমোদনসহ সকল অস্থায়ী কর্মচারীদের আত্তীকরণ করে স্থায়ীভাবে নিয়োগের দাবীতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন সমাবেশ করা হয়েছে ।

শনিবার দুপুরে রংপুর সিটি করপোরেশন প্রাঙ্গনে সংবাদ সম্মেলনে রংপুর সিটি করপোরশন কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বেলাল হোসেন বলেন, ২০১২ সালে রংপুর সিটি করপোরশন প্রতিষ্ঠা হয়েছে। ২০৫ দশমিক ৭০ বর্গ কিলোমিটার আয়তনের দেশের বৃহত্তম নগরীর মধ্যে একটি রংপুর সিটি করপোরশন । এ নগরীতে প্রায় ১০ লাখ মানুষ বসবাস করে। সিটি করপোরশন প্রতিষ্ঠার পর ৫০৭টি পদ সৃজনের জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। অনুমোদন প্রক্রিয়ায় জটিলতার কারণে ১২ বছরেও সাংগঠনিক কাঠামো অনুমোদন দেওয়া হয়নি। সাবেক পৌরসভার স্থয়ী জনবলসহ অস্থায়ী ৬৪০ জন কর্মচারী সিটি করপোরশনের ১৮টি শাখায় কাজ করে যাচ্ছেন। এছাড়া রংপুরের পরে প্রতিষ্ঠিত অন্য সিটি করপোরশনের সাংগঠনিক কাঠামো অনুমোদনসহ জনবল নিয়োগ করা হয়েছে।

তিনি আরও জানান, সংবিধানের ১৫ নং অনুচ্ছেদে নাগরিকদের যুক্তিসংগত মজুরির বিনিময়ে কর্মসংস্তানের নিশ্চয়তার বিষয়টি রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হিসেবে বলা হয়েছে। অথচ রংপুর সিটি করপোরশনের অস্থাায়ী কর্মচারীদের সাড়ে তিনশত থেকে সাড়ে চারশত টাকা মজুরী দেওয়া হচ্ছে। সেই সাথে সরকারী গেজেটেড ছুটির দিন, শুক্রবার, শনিবার বন্ধের দিনে বেতন থেকে বঞ্চিত হচ্ছেন কর্মচারীরা। এতে করে মানবিক, সামাজিক ও অর্থিৈতক মর্যাদা দিয়ে জীবন- যাপন করা কঠিন হয়ে পড়েছে। এ সময় বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সাংগঠনিক কাঠামো অনুমোদনে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দৃষ্টি আকর্ষন করা হয়। সংবাদ সম্মেলন শেষে কর্মচারীরা সিটি করপোরেশনের প্রধান ফটকের সামনে মানববন্ধন সমাবেশ কর্মসূচী পালন করে।