
শফিউল মন্ডল,( রংপুর) প্রতিনিধি:রংপুর সদর উপজেলার ২নং হরিদেবপুর ইউনিয়নে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ ও খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) বিকেল ৩টায় হরিদেবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এবারে ইউনিয়নের মোট ৩৬৩ জন নতুন ভিজিএফ কার্ডধারীকে প্রতি জনে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধানে ও বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর সহায়তায় পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ২৫টি প্রকল্পভুক্ত পরিবারকেও মাসিক খাদ্য সহায়তা প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং হরিদেবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ চাঁন মিয়া। উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব, ৪নং ওয়ার্ডের সদস্য মোজাহারুল ইসলাম, অন্যান্য ওয়ার্ড সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চেয়ারম্যান মোঃ চাঁন মিয়া বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কল্যাণে কাজ করছে। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভিজিএফ ও খাদ্যবান্ধব কর্মসূচি বড় ভূমিকা রাখছে। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে অসহায় পরিবারগুলো ৩০ কেজি করে চাল পাচ্ছে, যা তাদের জীবনে স্বস্তি এনেছে।”
ইউনিয়ন সচিব জানান, খাদ্যবান্ধব কর্মসূচির (WFP সহায়তায়) আওতায় প্রতি মাসে প্রকৃত দুস্থ ও নিম্নআয়ের পরিবারের মাঝে স্বল্পমূল্যে চাল বিতরণ করা হয়। অপরদিকে, ভিজিএফ কর্মসূচির চাল বছরে কয়েকবার—ঈদ, রমজান বা দুর্যোগকালীন সময়ে—বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা ও সুষ্ঠুতা বজায় রাখতে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং গ্রাম পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। উপকারভোগীরা চাল গ্রহণ শেষে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।বিতরণ কার্যক্রমটি শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয়।
অনুসন্ধানী সংবাদ ডেস্ক নিউজ 












