
শফিউল মন্ডল,রংপুর প্রতিনিধি :রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে জারিকৃত এক অফিস আদেশে হরিদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে, পূর্বে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা মোঃ চাঁন মিয়া-কেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
নতুন আদেশ অনুযায়ী, হরিদেবপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক দায়িত্ব অস্থায়ীভাবে অর্পণ করা হয়েছে রংপুর সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কায়সার আলী-এর ওপর। তিনি এখন থেকে ইউনিয়নের সকল প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন।
অফিস আদেশে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ৩৪ ও ৩৫ অনুযায়ী এবং স্থানীয় সরকার বিভাগ, ঢাকা থেকে প্রাপ্ত নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
প্রশাসনিক সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়ন কর্মকাণ্ডের গতি আনয়নের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল স্বাক্ষরিত এই অফিস আদেশটি ২৯ অক্টোবর ২০২৫ তারিখে জারি করা হয়।
এ সংক্রান্ত অনুলিপি পাঠানো হয়েছে রংপুর বিভাগীয় কমিশনার, রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হরিদেবপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কায়সার আলী দ্রুত কার্যক্রম হাতে নেবেন।
Reporter Name 











