
রংপুর নগরীর ১৭ নং ওয়ার্ড রামপুরা এলাকায় নির্মাণ কাজ করতে যাওয়া নির্মাণ শ্রমিক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
গত ৭ই মে বুধবার এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন হামলার শিকার শ্রমিক।
থানায় করা লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, নগরীর ১৭ নং ওয়ার্ডভুক্ত রামপুরা বটতলার বাসিন্দা আব্দুল হাদির বাড়ীতে নির্মাণকাজ বেশকিছু দিন হইতে চলছে। কিন্তু নির্মাণ কাজ শুরুর পর থেকে রামপুরা বটতলা এলাকার মোঃ নয়ন (৩২) চাঁদা দাবি, কাজের বাঁধা সৃষ্টি ও শ্রমিককে মারপিট করা সহ বিভিন্ন রকম ভয়ভীতি দেখাইয়া আসছিল এবং চাঁদার টাকা ছাড়া কোনো কাজ করতে দেবে না বলে জানিয়েছিলেন তিনি। এরই ধারাবাহিকতায় গত ৭ মে সকাল ১১ ঘটিকায় রামপুরা বটতলাস্থ মোস্তফার চা এর দোকানের সামনে শফিকুল ইসলামের ছেলে নয়ন উপস্থিত হয়ে নির্মাণ শ্রমিক মোঃ রওশন মিয়ার নিকট পুনরায় চাঁদা দাবি করেন। চাঁদা দিতে আপত্তি করলে নির্মাণ শ্রমিকের সর্ব শরীরে এলোপাতাড়ি ভাবে কিল-ঘুষি মেরে জখম ও ক্রিকেট খেলার কাঠের ব্যাট দিয়া দুই হাত ও দুই পায়ে আঘাত করে। এমতবস্থায় সংবাদ পাইয়া রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম সাগর ও সহ সভাপতি-শহিদুল ইসলাম বাবু সেখানে উপস্থিত হয়ে আহত অবস্থায় উদ্ধার করিয়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়।
পরবর্তীতে এ ঘটনায় বুধবার সন্ধ্যায় রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মাণ ইউনিয়ন ও মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মোঃ নয়ন (৩২) এর নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
হামলার শিকার নির্মাণ শ্রমিক মোঃ রওশন মিয়া বলেন, ‘ওই কাজের জন্য আমাদের নিকট চাঁদা দাবি করা হয়েছিল। আমি কেন তাদের চাঁদা দেব? চাঁদা না দিতে চাওয়ায় আমার উপর হামলা ও ক্রিকেট খেলার কাঠের ব্যাট দিয়া মারধর করেন।
অনুসন্ধানী সংবাদ ডেস্ক নিউজ 












