
আজ ৩ নভেম্বর(রোজ রবিবার) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর এর প্রতিটি ডিপার্টমেন্ট বিভিন্ন আয়োজনে বরণ করে নেয়া হয় ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের।
‘এসো হে নবীন, বাজিয়ে সুর-লহরী উল্লাসিত নব বীণ। আজ সুর মিলিয়ে গাইব জয়যাত্রার গান, আনন্দে আহ্লাদিত নবীন প্রাণ।’ নবীন শিক্ষার্থীদের বরণ করতে এমন বাক্যই যেন উচ্চারিত হচ্ছে প্রবীণদের কন্ঠে। বিভিন্ন আলপনা ও ফুলেল সাজে সজ্জিত প্রতিটি ডিপার্টমেন্ট, ক্যাম্পাসের আকাশ-বাতাস ও বৃক্ষের শাখায় শাখায় বইছে আনন্দের তান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বিভিন্ন বিভাগের নবীন বরণ প্রোগ্রাম পরিদর্শন করেন।
নবাগত শিক্ষার্থীরা কোন ধরনের বৈষম্য কিংবা র্যাগিং এর শিকার হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাৎক্ষণিক জানানোর আহবান জানিয়ে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বিভাগ ও আবাসিক হলে অভিযোগ বাক্স স্থাপন করা হবে। সেখানে যে কোন অভিযোগ লিখিতভাবে জানাতে পারবে শিক্ষার্থীরা।
এ বিষয়ে শিক্ষার্থীরা বলেন, প্রতিবারের ন্যায় এবারো বর্ণিল আয়োজনে মেতে উঠেছে প্রত্যেক বিভাগের শিক্ষার্থীরা। নবীনদের বরণ করার জন্য আলপনায় সজ্জিত হয়েছে ক্যাম্পাস ও বিভাগগুলো। এগুলো শুধু নবাগত শিক্ষার্থীদের জন্যই আনন্দের নয়, বরং পুরাতন শিক্ষার্থীদের জন্যও আনন্দের।