
সদর (রংপুর) প্রতিনিধিঃরংপুরে সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ করে সিটি করপোরেশনে নিয়ে গিয়ে মারধোর, আটকে রেখে হেনস্তা করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সদর উপজেলা প্রেসক্লাব।
উল্লেখ্য, সম্প্রতি সাংবাদিক লিয়াকত আলী বাদল ‘জুলাই যোদ্ধার নামে ৫ কোটি টাকার লাইসেন্স বরাদ্দ’ শিরোনামে সংবাদ প্রকাশ করেন। এর জের ধরে এ হামলার ঘটনা ঘটে।
এক যৌথ বিবৃতিতে সদর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন— সভাপতি মহিউদ্দিন মখদুমী, সাধারণ সম্পাদক খন্দকার মিলন আল মামুন, সিনিয়র সহ-সভাপতি মামুন অর রশীদ, সহ-সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল, কোষাধ্যক্ষ হামিদুর রহমান লিমন, প্রচার সম্পাদক মানিক মোক্তার, দপ্তর সম্পাদক মোঃ আলাউদ্দিন, সদস্য ছাদেকুল ইসলাম রাজু, শফিউল ইসলাম মন্ডলসহ ক্লাবের সকল সদস্য।
সভাপতি মহিউদ্দিন মখদুমী বলেন, “সাংবাদিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের কলমের ঠোঁট চেপে ধরা মানে পুরো জাতির কণ্ঠ রোধ করা। কথিত জুলাই যোদ্ধা নামধারী সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে এবং সিটি কর্পোরেশনের নির্বাহীকে অপসারণ করতে হবে।”
সাধারণ সম্পাদক খন্দকার মিলন আল মামুন বলেন, “সাংবাদিক নির্যাতন মানে দেশের একটি স্তম্ভের উপর নির্যাতন। তারা জুলাই যোদ্ধার নামে অপরাধ করবে, আর সাংবাদিকরা তা প্রচার করলেই জ্বালা—এটা বরদাশত করা যায় না।”
অন্য বক্তারা বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সাংবাদিকরা জন্মেছেন লেখার জন্য, তাই অন্যায়ের বিরুদ্ধে কলম চালিয়ে যাবেন। একই সঙ্গে তারা দ্রুত এই মব-সৃষ্টিকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।